প্রেমে পরিচর্যার অভাবে
হৃদয় রঙিন হতে হতে একদিন
হয়ে যায় স্পন্দনহীন তুতেন খামেনের মমি।
বিচ্ছেদের কফিনে আটকা পড়লে একটি
তরতাজা চুম্বনও মরে যায়;
আস্তে আস্তে সরে যায় আঙুলে আঙুল
গাঁথা দুটি হাত
এ কথা তুমিও জানো।
জেনে বুঝেই ক্ষতের ঠিক মধ্যিখানে
কাটাকুটি করো
ডিসেকশন টেবিলে লাশ কাটার মতোন।
আজ যে হাতে ছুরি ধরেছো, সে হাতেই
কী সুন্দর বাজাতে এই মাটির মন্দিরা
অথচ এ অবেলায় খোঁপায় গোলাপ গুঁজে
মাতাল হলে ধুতুরার নেশায়। কী অবলীলায়
ভেঙে দিলে সম্পর্কের সাঁকো! শুনলে না
গোলাপের বুকভাঙা আর্তনাদ।
৩০-০৮-২০২৪