সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ভেতর এ কোন
হায়েনার বসবাস
শিশিরের জলে পবিত্র ভূমিতে লিখতে হয়
শিশু ধর্ষণের কলংকিত ইতিহাস!

মানব নামক কিছু দানবের বিকৃত যৌনাচারের
রুচিহীন রসায়ন
অচেনা আঁধারে জমা করে মৃত মানবিকতার
অজস্র কাফন!

আজ আমি আমাকেই করি ঘৃণা
মুখ ঢেকে পথ হাঁটি
"এইতো পুরুষ, ধর্ষক সে" এই বলে আতংকিত
কোনো শিশু আবার আমার দিকেই আঙ্গুল তুলে কিনা!
২৬-১২-২০১৯