স্বপ্নহারা চোখের পাড়া লাল পলাশের ডাল
হৃদয় জুড়ে ছড়িয়ে আছে বিষণ্নতার জাল।
ঘর দেখি না আকাশ দেখি তাই তো এমন হাল
কাটছি নিজে বুকের ভেতর গভীর ব্যথার খাল।
ভুলেই গেছি ভুল সময়ে বাস্তবতার চাষ
বোধের বাড়ি সক্রোধে তাই আঁধার করছে গ্রাস।
করছি হরণ কার অধিকার কাঁপছে না বুক কারো
চলছি ছুটে রেসের ঘোড়া চাই বেশি চাই আরো।
টানছি রেখা বিভাজনের সাদা কিংবা কালো
শহর ছেড়ে যাচ্ছে দূরে নীতির নিয়ন আলো।
নিজের পাতে ঝোল টানাতে ব্যস্ত পীরের শিষ্য
দিনের শেষে দেখি সে-ই বড় বেশি নিঃস্ব।
প্রায়শ্চিত্তের সময় হলে কে বাঁচাবো কাকে
আসুন সবাই নতুন করে সাজাই সমাজটাকে।
আসুন ভাঙি স্বার্থান্ধতার শবগুজারি কুঠি
বিপর্যয়ের আগে সবাই মানুষ হয়ে ওঠি।
২১-০৯-২০২৩