ঝিলের জলে কুমুদ দুলে জলের হাহাকার
শ্রাবণ গেলো বৃষ্টিবিহীন বিধুপ্রভা রাত
একাকীত্বের ব্যথা গলে দুচোখ বেয়ে নামে
নিঝুৃম রাতে গান শোনাতে এলে রবীন্দ্রনাথ

বাইশে শ্রাবণ জোড়াসাঁকোর স্মৃতির ঠাকুর বাড়ি
ছেড়ে গেলে, ঘটলো কেবল প্রাণের বিবর্তন
হাওয়ায় হাওয়ায় রবির করে গুপ্ত বিচরণ
এসেই আমার ঘর বানালে শান্তিনিকেতন

তোমায় পেয়ে ভুলে গেলাম সকল অবসাদ
সাথে ছিলো দ্বাদশবর্ষী তোমার প্রাণের রাণু
যার ছোঁয়াতে আটান্নতে সাতাশ অনুভব
মধ্যরাতে বাংলাদেশে জললো আরেক ভানু

শিলং পাহাড় নির্ঝরিণী আলোর তরঙ্গ
ময়ূরভঞ্জের রাজবাড়ি আর পুরুষোত্তম  চোখ
দেখার মাঝেই বিভোর ছিলাম সুখের স্বপ্ন ঘোরে
কিসের আওয়াজ হঠাৎ উধাও ভাঙলো ব্যথায় বুক।
০৬-০৮-২০২২
২২ শ্রাবণ ১৪২৯