সারাদিন খাটা, চলে না পা'টা শুকায় না শরীরের ঘাম;
চালের বাজারে নিঃশ্বাস ছাড়ে জ্বালানির বাড়তি দাম।
ক্লান্ত শরীর গাছের ছায়ায় তন্দ্রাতাড়িত চোখ;
বিরান মাঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ঘাসফড়িংয়ের শোক।
রাত পড়ে থাকে কোলবালিশে, ঘুম চলে যায় বেশ দূরে;
শালিকের সারি করে আহাজারি শিকারী পাখিরা কেবল উড়ে।
ভাষাহীন আশাগুলো মৃতপ্রায়, তবু রাখে বুকে বেঁধে;
মারিকাল পারি দেয় কোনোক্রমে, বেদনার সুর সেধে।
পেটের প্রস্থে আস্তে আস্তে, ক্ষুধার চারা উঠিতেছে বেড়ে;
যাবে কোথা আর, দুর্দিন হতে পার জন্মজমিন ছেড়ে।
পিয়ালের বনে গোপনে গোপনে লেখা সন্ধিপত্র ছিঁড়ে;
শোকাহত বুকে শস্যের মাঠ আসিবে আবার ফিরে।
০৮-০৮-২০২২