ডাকছে আমায় সবুজ পাহাড় হাওর নদীর জল
মেদিবিলের টেংরা পুটি সিংরা কাঁটার দল।
ডাকছে আমায় হোগলা ঝোপের রঙিন বালিহাঁস
ডাকছে আমায় মেদিরকান্দার শিশির ভেজা ঘাস।

ডাকছে আমায় চপল চড়ুই, ধানশালিকের ঝাঁক
ডাকছে আমায় শীতল জলের মরাগাঙের বাঁক।
ডাকছে আমায় লাউয়ের মাচা, হলুদ সর্ষে ফুল
ডাকছে আমায় মিষ্টি আতা, আম, কাঁঠাল আর কুল।

ডাকছে আমায় শীতের রাতের নাটক বাউল গান
ডাকছে আমায় হাওয়ার তালে বাজনা বাজা ধান।
ডাকছে আমায় সবুজ জামায় মোড়া গাঁয়ের মাটি
ডাকছে আমায় ভাইবোনেদের আদর পরিপাটি।

ডাকছে আমায় পথের ধুলা রডের চাকা গাড়ি
ডাকছে আমায় দুই টাকা সের খেজুর রসের হাড়ি।
ডাকছে আমায় স্বজন সুজন কলমাকান্দাবাসী
মায়ের কবর, বাবার কবর, স্মৃতি রাশি রাশি।

জীবনযুদ্ধে এতই ব্যস্ত পাই না সময় খুব
সওদাগরের পুকর জলে হয় না দেয়া ডুব।
শিংয়ের গালার ব্যথা তবু বুকের ভেতর বাজে
গাঁয়ের কথা, মায়ের কথা ভুলতে পারি না যে।
১০-০২-২০২১