তুমি ছিলে
বুকের বাগানজুড়ে ফুটেছিলো জুঁই।

তুমি নেই
বুকের জমিন আজ অরসালু ভূঁই।

আমি হবো নদী
স্নিগ্ধ শ্রাবণজল হয়ে ফিরে আসো যদি।

ভুলো অভিমান
মগজের কোষ পাক চুম্বনের ঘ্রাণ।

ভাঙো নিরবতা
ছুটি নিক হৃদয়ের অসহ্য স্তব্ধতা।

এসো ঘর বাঁধি
শূন্যতায় ভরে থাক শোকের সমাধি।
১৯-০৫-২০২৩