ফু দিয়ে উড়িয়ে দিয়েছি স্বপ্ন
তোমার বুকের নিবিড়ে থাকা
দু’চোখের সীমানায় প্রগাঢ় অন্ধকার
আশার আকাশ কালো মেঘে ঢাকা।
উজাড় হয়েছে বুকের বাগান
জলশূন্য পড়ে আছে কামনার নদী
মেনেই নিয়েছি জীবন আমার
সীমাহীন দুঃখের বিশাল উদধি!
ফুলের বিছানা তুলেই রেখেছি
ভুলে ভরা জীবনের খর বাঁকে
ফেরার সময় নেই তো এখন আর
কারো কাতরতা ভরা ডাকে।
২১-০৩-২০২২