সময় সরিৎ চলছে ধেয়ে
উথালপাথাল ঢেউ
যায় না দেখা ভাগ্য লেখা
রাখছে লিখে কেউ।

হেলায়ফেলায় যাচ্ছে কেটে
স্বপ্নরঙিন দিন
রঙ্গমঞ্চের ঝাড়বাতিটা
কখন যে হয় লীন!

ভোগ-বিলাসের মোহে মত্ত
অন্ধের মতো হেঁটে
দমের রঙিন ফানুস একদিন
যাবেই সবার ফেটে।

জেরার জন্য ফেরার চুক্তি
আগেই আছে করা
সময় থাকতে হও হুশিয়ার
নইলে পড়বে ধরা।
২৫-০১-২০২১