ফেব্রুয়ারি এলেই
ফোটে বাংলা বুলি
সারা বছর ভুলেই থাকি
চেতনার দ্বার বন্ধ রাখি
প্রাণ কাঁদে না অ আ ক খ
দিতে জলাঞ্জলি।

যাদের রক্তে
লাল হয়েছে ধুলি
যাদের দানে মায়ের ভাষা
মিটাই মনের সকল আশা
সেসব শহিদ ভাইয়ের কথা
কেমন করে ভুলি?
০১-০২-২০২২