চোখের ভেতর বেদনার সরোবর
ক্ষত ও রক্তের স্তুপ জমে আছে বুকে
অক্সিজেন শূন্য অ্যালভিউলাস
কাঁদতে পারি না সীমাহীন শোকে।

রাত্রির কবাট খুলে জ্বালতে পারি না আলো
আমাদের থেকে ভোর চলে যায় দূরে
আমাদের প্রেম পহারা দেয় আর্মির ট্যাঙ্ক
ওরা জানে না বারুদ আমাদের সমস্ত শরীর জুড়ে।

এসো বাড়াই নদীর মতো আমাদের গতি
নদী কি কখনো সমুদ্রের কাছে গিয়ে ফিরে?
এসো সকলের চোখে ধুলো দিয়ে আপাতত
আমরাও ডুবে যাই চুম্বনের গহীন গভীরে।

এসব হত্যা ও রক্ত করবে না বিহবল
শঙ্কিত করবে না নিরীহ মানুষের খুন
আমাদের ফসিল হতেই একদিন দেখো
জ্বলে ওঠবে আঁধারবিনাশী আগুন।
২৬-০৭-২০২৪