বালুতটে লিখে রাখা নাম
মুছে দিয়ে যায় ঢেউ
আপন তো সে-ই হয় খুব
হৃদয়ে বসত করা কেউ।
প্রাপ্তিতে সবাই খুঁজে সুখ
প্রেমও তো হয় সর্বনাশা
কাছে থাক বা না থাক
হৃদয়ে থাকাই ভালোবাসা।
সেখানেই ফিরে এসো, যদি-
অপেক্ষায় থাকে কেউ
যার অদর্শনের আগুন খুব করে
পোড়ায় তোমাকেও।
খুব বেশি অনুভূত হলে শীত-
বুঝবে চাইছো উষ্ণতা বুকের কারো
সে-ই তো কাঁদাবে, যার সাথে-
সম্পর্ক যতটা বেশি গাঢ়ো।
যার মায়ায় যে ঘুম ভুলে গিয়ে
হয়ে যায় রাত জাগা পাখি
এসো অধিক আস্থায় অনুরাগে
তার কপোলেই ঠোঁট রাখি।
পোড়ালেই তবে মাটি হয় ইট
প্রেম হয় খুব বেশি খাঁটি
ব্যাকুল বাহুবন্ধন থাক বা না থাক
এসো আগুনের পথে হাঁটি।
১৮-০১-২০২৪