দুঃসহ যানজটের চিরচেনা ব্যস্ত শহরে অদৃশ্য অসুখ করেছে হানা
মিছিলের রাজপথ আজ অচেনা অজানা দৈত্যের ঠিকানা

মানুষের ভীড় নেই, কাজের ব্যস্ততা নেই,
রিক্সা ভেন, ঠেলা নেই, বৈশাখী মেলা নেই, কোথাও কোনো খেলা নেই
ইথারে ইথারে ওড়ে অশান্ত অক্ষর-
টিভির পর্দায়, ফেসবুকে গোনি এক, দুই, তিন... মৃত্যুর খবর

বহুকাল অশ্রু ঝরেনি যে চোখে, সে চোখে আজ বেদনা ঝরে
হতাশা আর অনিশ্চিত আশংকা জড়ো হয় বিক্ষত বক্ষপিঞ্জরে

প্রেয়সীর প্রেমাসক্ত চাহনির আঁখিপটে আজ উপেক্ষার বিমর্ষ ভ্রুকুটি
মায়াময় করতলে শূন্য বুদবুদ, অযুত নিযুত যমের করোটি

বৃশ্চিক সময় কাটে নান্দনিক নক্ষত্রের নির্জন ঘোলাটে
ছায়াপথে, আলপথে কফিনের সারি দেখে
জানি না আমিও কখন যে চলে যাই সব আশা ভালোবাসা পিছে রেখে

হয়তো আবার আসবে সুখের দিন প্রতীক্ষিত প্রীতিময়
সোনালি স্মৃতির শহরে সেদিন আমি থাকবো না- এর কোনো মানে হয়
সোনালি স্মৃতির শহরে সেদিন আমি থাকবো না- এর কোনো মানে হয়...
১৫-০৪-২০২০