ট্রায়োলেট


একুশ মানেই দ্রোহের আগুন, তিমির রাতে দীপ্ত আলোকরেখা
একুশ মানেই ভাষার দাবী তুমুল লড়াই ঝলসে ওঠার দিন
একুশ মানেই মায়ের কোলে শুয়ে শুয়ে বাংলা ভাষা শেখা
একুশ মানেই দ্রোহের আগুন, তিমির রাতে দীপ্ত আলোকরেখা
একুশ মানেই রক্তবর্ণে 'মা তোমাকে ভালোবাসি' লেখা
একুশ মানেই শপথ নেয়া শোধতে হবে বীর শহিদদের ঋণ
একুশ মানেই দ্রোহের আগুন, তিমির রাতে দীপ্ত আলোকরেখা
একুশ মানেই ভাষার দাবী তুমুল লড়াই ঝলসে ওঠার দিন।
২১-০২-২০২২