তক্তার আড়ালে দেখে একটি সুদৃঢ় অলৌকিক-
বৃক্ষ নৌকার কাণ্ডারি
দেখে বৃক্ষের শীতল ছায়া অপরূপ দিগন্তপ্রসারী
দেখে আর শেখে তার, মজবুত হয়ে যায় সাহসের ভীত
পেয়ে যায় দুঃখের সমুদ্র পার হয়ে একটি স্বপ্নের -
দেশ গড়ার ঐশী ইঙ্গিত।

কিছু দাঁড়কাক ধারালো চঞ্চুতে ঠোকরায় নৌকার তলায়
গোপন আঁতাত করে নৌকা ডুবানোর, অন্দরে অন্দরে
সুদক্ষ নাবিক বয়ে যায় তরী তার সাফল্যের সৌভিক বন্দরে
দুঃখের তরঙ্গ ঠেলে ঠেলে পার হয় স্বজনের রক্তসিন্ধু
নৌকার নাবিক এই সাহসী শেখ হাসিনা, অলৌকিক বৃক্ষ বঙ্গবন্ধু।
০১-১০-২০২১