ট্রায়োলেট
.......…..............
ভালোবাসি বলেই আসি তোমার কাছে রোজ
চোখ ইশারায় সংজ্ঞা হারায় ব্যাকুল বন্যমন
কী পিপাসা এই অন্তরে রাখো কি তার খোঁজ
ভালোবাসি বলেই আসি তোমার কাছে রোজ
একসাহারা দুঃখ পাবো হও যদি নিখোঁজ
সইবে না মন তোমায় তুলে নিলে অন্যজন
ভালোবাসি বলেই আসি তোমার কাছে রোজ
চোখ ইশারায় সংজ্ঞা হারায় ব্যাকুল বন্যমন।
২০-০২-২০২২