হৃদয়রাজ্য শাসন করার নেই যে অধিপতি
এপার-ওপার হলে বারবার কীবা এমন ক্ষতি?

ইচ্ছে হলেই মেলে ধরি মনবিহঙ্গের ডানা
কাঁটাতারের আগল ভাঙতে তাই মানি না মানা।

চোখের চৌহদ্দিতে আঁকা ওই যে নীলাকাশ
দেশ ও কালের গণ্ডি ছেড়ে কবির সেথায় বাস।

এপার-ওপার এক হয়ে যায় ভালোবাসার কাছে
জলতরঙ্গের মতো যেথায় মোহন স্বনন নাচে।
১৩-০১-২০২১