ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
কাস্তেবাঁকা চাঁদ ভেঙেছে সব মোমিনের নিদ
ধনি গরীব এক জামাতে,
পড়তে নামাজ ঈদগাহেতে
এলো খুশির ঈদ।
রহমত নাজাত মাগফেরাতের মাহে রমাদান
সদয় হয়ে বান্দাকে দেন আল্লাহ মেহেরবান
জাকাত ফিতরা আদায় করার দেন আরো তাগিদ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
কাস্তেবাঁকা চাঁদ ভেঙেছে সব মোমিনের নিদ
ধনি গরীব এক জামাতে,
পড়তে নামাজ ঈদগাহেতে
এলো খুশির ঈদ।
রোজা শিখায় সংযমী হও সকল কথা কাজে
নিজের সম্পদ দাও বিলিয়ে গরীব দুঃখীর মাঝে
মানবতার পাঠশালা এই নুরানি তাওহিদ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
কাস্তেবাঁকা চাঁদ ভেঙেছে সব মোমিনের নিদ
ধনি গরীব এক জামাতে,
পড়তে নামাজ ঈদগাহেতে
এলো খুশির ঈদ।
ধ্যানে দানে পুণ্য স্নানে সিক্ত রোজাদার
আখেরাত পাবে তারা আল্লাহর দীদার
এই দুনিয়ার নেয়ামতও পাবে বহুবিধ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
কাস্তেবাঁকা চাঁদ ভেঙেছে সব মোমিনের নিদ
ধনি গরীব এক জামাতে,
পড়তে নামাজ ঈদগাহেতে
এলো খুশির ঈদ।
০৯-০৪-২০২২