ভাদ্রের বৃষ্টিতে আর্দ্র হয় জমিনের রুক্ষ মাটি
বুকের খরায় জল ঢালে এমন মানুষ কই?
কেউ আসেনি শোনাতে 'ভালোবাসি' মধুর কথাটি
ব্যাঙের ডাকের মতো কেবলই শুনি ব্যথাদের হইচই।
কারো চোখের কাজল গলে আজো পড়েনি এ বুকে
স্মৃতির গ্যালারি থেকে হয়েছে উধাও জীবনের রং
সুখের বদলে দুঃখের দ্রবণ পান করি চুমুকে চুমুকে
হাসির আড়ালে কষ্ট লুকিয়ে সংসারে সেজে থাকি সং।
১৫-০৯-২০২২