অবশেষে বৃষ্টি এলো
দৃষ্টির সমুখে সবকিছু ভিজে গেলো
সংহতি প্রকাশে চোখসরোবর
কানায় কানায় পূর্ণ হলো
অতঃপর মিঠা এবং লোনা জলের মিলিত ধারা
বুকের ওপর গড়িয়ে গেলো
দেখলো না কেউ বুকের ভেতর
খুব নিরবে দুখ তাড়ানো একটি
নদীর সৃষ্টি হলো
দীর্ঘদিনের খরায় পোড়া হৃদয় মরুর
কল্পতরু মরতে মরতে বেঁচে গেলো।
০৪-০৫-২০২২