আমার বুকের খুব নিবিড়ে যখন তুমি থাকো
তখন ভেতর প্রবল বেগে যায় বয়ে যায় পুষ্পগন্ধা নদী
দুই হৃদয়ের মিলন ঘটায় একটি সুখের সাঁকো
হৃদকাননে বেড়ায় উড়ে রং-বেরঙের লাখো প্রজাপতি;
তুমিও হতে ব্যাকুল ভ্রমর বাসতে ভালো যদি।
যখন থাকো আমায় ছেড়ে দূরে
সে নদীটার দুকূল ছেপে উথলে ওঠে তীর ভাঙা সব ঢেউ
আমি দেখি আমার ভেতর ব্যথার বরিষণ
ভেঙেচুরে ধুলায় মেশা- আর দেখে না কেউ।
চৈতালি বায় জোছনা ধোয়া রাতে
তুমি ছাড়া ভাবনা জুড়ে আর তো কেউ-ই নেই
সুখ সরোবর ছুঁয়ে থেকে ঐন্দ্রজালিক হাতে
সারাবেলা তোমার ভেতর ডুবে থাকি সবার অজান্তেই।
০২-০৩-২০২২