দর্পণে দেখে শুয়োরের মুখ
বলে- “বেটা হাতি
তুই তো ছুঁচুর বংশ
আমি গণেশের নাতি”!

ভাবে না শুয়োর-শুড়ে শুড়ে মিল
জাত সে তো নয়
ব্যবহার আর ভাতে মিলে
জাত-পাতের পরিচয়!
০২-০১-২০২০