জানি, সম্পর্কের সাঁকো একবার
ভেঙে গেলে হৃদয়বন্দরে পৌঁছার থাকে না
আর কোনো পথ খোলা।

গিটারের ছেঁড়া তারে ওঠে না গানের সুর।
কেবল দুঃখের কতগুলো শব্দ
শিশিরের জলের মতোন ভিজায় হৃদয়;
বেদনায় প্লাবিত হয় চোখের উপকূল।

জানি বলেই; চাইনি অতটা দূরত্ব।
বজ্রের বিষাণ ধমক শুনেও
বৃষ্টির জলের স্পর্শ পেতে বাহিরে এসেছি
বার বার, যখনই শুনেছি মেঘের ডাক
বুঝতে দিইনি তোমার আমার
ভাবনার মধ্যে, হিসাবের ধারাপাতে কতটা ফারাক।

প্রেমজল শূন্যতায়
আমার বিবর্ণ ভালোবাসা সখ্য গড়ে
তবুও ঘাসের সাথে, পথের ধুলোর সাথে
শিশিরের লোভে; স্বতঃস্ফূর্ত সবুজের,
সুন্দরের অমল আশায়।
ভুলে যেতে চায় দুঃসহ দহন দিন;
হতে চায় ঠোঁটের, চোখের ভাষায় অধিক রঙিন।

ভুলে যেতে চাও, ভুলে যেও
তবুও ভোলার আগে দৃষ্টির জানালা খুলে
একবার দেখে নিও কতটুকু জমেছে অবহেলার ঋণ।
০৬-০২-২০২১