হায় বাঙালি রক্ত দিলি রাখতে ভাষার মান
এখন ভাষার দূষণ দেখে কাঁদে না কি প্রাণ
রফিক সালাম বরকত জব্বার
তারাও ছিলো আপন সব্বার
কেমন করে ভুলে গেলি তাদের আত্মদান?
আয় না সবাই মিলে করি বাংলা ভাষার চাষ
চেতনাতে হোক সবারই বাংলার অধিবাস
মিষ্টি মধুর মায়ের ভাষা
বলে মিটাই মনের আশা
আয় না ঠেকাই সমৃদ্ধ এ ভাষার সর্বনাশ।
ভাষার স্নিগ্ধ পালক যারা নিয়ে যাচ্ছে খুলে
আয় না তাদের ধরে চড়াই তপ্ত কড়াই, শূলে
মাতৃভাষা সুখের খনি
মায়ের মুখের মধুর ধ্বনি
ঝংকৃত হোক বৃদ্ধ যুবা শিশুর মিষ্টি বোলে।
যায় কি শোনা শহিদমিনার বাজায় করুণ বীণ
ক্ষয়ে যাওয়া বিবেক দেখে কাঁদে নিত্য দিন
দিয়েছিলো যারা রক্ত
বাংলা মায়ের অনুরক্ত
আয় না মিটাই সেই শহিদদের অযুত রক্তঋণ।
২৪-০২-২০২০