জোছনার নদী পেয়ে ভুলে গেলে মেঘ।
অথচ মেঘই বহন করতো তোমার সমস্ত
বাষ্পীয় আবেগ।

কখনো নামতো বৃষ্টি হয়ে। ধুয়ে দিতো
কপোলের নোনা জল। কখনো ভিজাতো
শাড়ির আঁচল।

গোবেচারা মেঘ! বয়েই গেলো ব্যথার বাষ্প।
পেলো না সে শালুক ফুলের দেখা। বুঝলো না হায়
দিক পাল্টানো বায়ুর গতিবেগ।
০১-০৭-২০২১