সর্ষে মাঠ সেগুন গাছের সারি
পার হয়ে আসে স্মৃতির সারস
মনারণ্যে বাসা বাঁধে ঝাঁকে ঝাঁকে।
একদিন-
ধূসর চোখের সন্ধ্যা নামবে, থামবে কোলাহল
ঝরা পালক থাকবে জমে কিছু
থমকে যাওয়া জীবন নদীর বাঁকে।
০৯-০২-২০২২