ঘাসের ডগায় দোলে শিশিরের কণা
খিলখিল হেসে ওঠে রবির কীরণে
ফসলের মাঠ জুড়ে সোনার গহনা
চিনিগুড়া ঘ্রাণ ভাসে হিম সমীরণে।

ঘুমঘোরে ঢুলে পড়ে রাত জাগা চাঁদ
কুয়াশার সামিয়ানা দিগন্ত রেখায়
জেগে ওঠে কৃষকেরা মুছে অবসাদ
কৃষাণীর কাটে দিন শত ব্যস্ততায়।

হেমন্তের উঁকিঝুকি কৃষকের দ্বারে
উঠানে উঠানে বসে নবান্নের মেলা
নতুন আলোর ঝাঁক চোখের কিনারে
হৃদয়ের মাঠে সুখ খেলে সারাবেলা।

কাজে কাজে কেটে যায় হেমন্ত দুপুর
কৃষাণীর পায়ে বাজে ধানের নূপুর।
২৩-১১-২০২১