ভাবনার গলি চোরাবালি পথ পার হয়ে
কতবার গেছি তোমার মনের গোপন ডেরায়
কত দিন কত রাত সাধনায় পার হয়েছি দুঃখের পারাবার
অকারণ অভিমানে অজুহাত জড়ো করে
দাওনি সময় একবার মুখোমুখি দাড়াবার।
কখনো দেখোনি চোখের কোটরে তৃষ্ণার কৃষ্ণসাগর
লবণ জলের ঢেউ  কতবার করেছে আঘাত হৃদয়ের তীরে
কতবার বলেছি তোমাকে, থামো; থামোনি বরং
হৃদয়ের বন্ধন দিয়েছো কেটে-কুটে একেবারে ছিঁড়ে।
বুকের প্রচ্ছদে এঁকেছি হাজার স্বপ্ন উপেক্ষার অসহ্য আঘাত সয়ে
শাসন বারণ মানিনি কখনো কতবার চেয়েছি হৃদয় ছুঁতে
ব্যর্থতার বোঝা নিয়ে সব আশা ছুটি দিয়ে
ক্লান্ত দুচোখ এবার চায় চিরতরে শান্তিতে ঘুমোতে।
বহুবার ফিরে এসেছি বহু যাতনা নিয়ে
খুব বেশি নেই হয়তো সময় আর
অনেক আশায় বাড়ানো এ হাত এবারও কি দেবে ফিরিয়ে?
২০-০৪-২০২২