বর্ণমালার ছন্দায়িত পথে
হেঁটে হেঁটে দিন যদি যায় যাক
কী পেলাম আর কী হারালাম তার
হিসাব না হয় অসমাপ্তই থাক।

এক জীবনে যায় না পাওয়া সব
পাওনা কিছু থাক না কারো কাছে
তার বেদনায় আসলে চোখের জল
মোছার জন্য রোদের আঁচল আছে।

পোড়ায় যদি পোড়াক এসে রোজ
ব্যর্থতার সব বিষাক্ত নীল বোধ
যতদিন এই দেহে থাকে প্রাণ
করে যাবো হৃদয়ের ঋণ শোধ।

কারো কাছে থাকতে চাই না ঋণী
না জমুক এই বুক পকেটে পুণ্য
দায় মোচনের পত্রে থাকুক লেখা
অন্যকারো দাবীর অঙ্ক শূন্য।

যন্ত্রণার এক মানচিত্র থাক আঁকা
থাকলে কারো প্রত্নতাত্ত্বিক চোখ
মৃত স্বপ্নের ফসিল খুঁটে খুঁটে
শোকের আস্তর কেটে তুলবে সুখ।
০৩-০২-২০২৩