কবিতারা এখন কোয়ারান্টাইনে, পছন্দ করে না শব্দের সঙ্গম
কবির হৃদয় যন্ত্রণায় কাঁদে, হাতে হাতে ঘুরে যম!

করোনা- এমন মস্করা করো না, কবিতাকে দাও মুক্তি
চনমন কবিমন আজ কবিতাহীন মৃত, ভাঙো শীতল সুপ্তি।

শব্দের সঙ্গমে কবিতার পরাগে লাগুক আবেশী প্রাণের দোলা
করোনার করতলে কবিতারা থাকুক বিনগ্ন বুক খোলা।

তন্ময় হয়ে তাকিয়ে কবি দেখুক কবিতার সে রূপ
কবিতার ভাস্কর্যে নিবদ্ধ হোক কবির তৃষিত চোখ।
২৭-০৩-২০২০