প্রমত্তা পদ্মার বুক ছুঁয়ে ওঠে আসে বসন্ত বাতাস
পত্র পল্লবে সজ্জিত বৃক্ষে নিরব ঘুমায় গান ভোলা পাখি
জীবনের উপকূলে ভয়াল মৃত্যুর থাবা
করোনার অভিঘাতে স্থবির পৃথিবী!

বাতাসে ওড়াল ওড়নার ভাঁজে বাড়ন্ত বেতস
ইশারায় কাছে ডাকে বারবার
পলাশের মতো ঠোঁট, কস্তরি সুবাস শ্যামাঙ্গী শরীর
আমাকে আগের মতো করে না আর শরাব মাতাল।

তন্দ্রার ভেতর হানা দেয় অদৃশ্য করোনা, মৃত্যুর আতঙ্ক
চোখের পর্দায় ভেসে ওঠে কাফনাবৃত পুরো পৃথিবী
এমন কঠিন সময় তোমার রঙিন ভ্রুভঙ্গি দেখে আর নাচে না হৃদয়!

রাতের গভীরে কোটি তারা জড়ো হয় তোমার হরিণ চোখের তারায়
আমার চোখে মেলে না এসব দেখার অবসর
ভয়ে ভয়ে পার করি করোনাময় সময়
চ্যানেলে চ্যানেলে ঘুরে চোখ, খোঁজে ফিরে মৃত্যুর খবর!

ভেবো না, আমিও হতে পারি মৃতগন্ধী ফুল
হয়তো তখন তুমিও হবে ঝরা মালতি কিংবা বকুল!

২৫-০৩-২০২০