চেতনার মশাল জ্বালাও বাঙালি সমুখে অন্ধকার
দানবিক নয়, মানবিক হও খুলো বিবেকের দ্বার।
বুকের সাহস হারিয়ে গেছে কোন সে ভয়ের চোটে
ভয় কি মানায় "জয় বাংলা" ধ্বনি আছে যার ঠোঁটে?
আল্লাহ রাসূল মিনার ত্রিশূল নয়তো বাঙালি ভোলা
তবে কেন ফের উগ্রবাদের নতুন জিগির তোলা?
বাঙালি আছে ধর্ম ও দেশ ভাষার বন্ধনে একই পতাকা তলে
কোন শিয়ালের কূট কৌশলে এখানে আজ বিভাজনের খেলা চলে?
কোন ধর্মই হতে পারে না জাতিগত বিভেদের কারণ
বাঙালি আমরা বাঙালি সংস্কৃতি হৃদয়ে করিবো ধারণ।
ভাষার ভিত্তিতে গড়া আমার সোনার বাংলাদেশ
যাদের ত্যাগে পেয়েছি স্বাধীনতা তাদের প্রতি শ্রদ্ধা অনিঃশেষ।
কেন রেষারেষি দেখাও পেশি একে অপরে অসম্মান
জাতির পিতার স্মৃতি যাবে না মোছা রবে অন্তরে চির অম্লান।
বিভেদ ভুলো চক্ষু খুলো মর্যাদা পাক মহিয়ান বীর
সাম্য শান্তির বাংলাদেশ কারো উস্কানিতে করো না অস্থির।
চেতনার মশাল জ্বালিয়ে হাতে সমুখে চলো দুর্বার
বাধা হলে কেউ উত্তাল ঢেউ সাহসে করো চুরমার।
বাঙালি মোরা আমাদের আছে বায়ান্ন ছেষট্টি একাত্তরের জয়
বিশ্ববিধাতা ছাড়া বাঙালি আর কাউকে করো না ভয়।
২৩-১২-২০২০