শরীর তোমার সোনার ফসল ভরা
ভ্রমর চোখে রঙিন স্বপ্ন আঁকে
মউ নিঃসারক মন কি তোমার মেয়ে
অন্য কারো মনের খবর রাখে;
কতখানি বিধ্বংসী আর খ্যাপা
কামনার ঢেউ তোলে মনের বাঁকে?

ওই যে তোমার বুকের পুকুর জুড়ে
ফোটে থাকা পদ্ম আমায় ডাকে
আমারও তো ইচ্ছে প্রবল ছুঁই
কেমন করে ফিরাই আমি তাকে;
ঘুমটা টেনে গুটিয়ে যদি থাকো
কস্তুরি ঘ্রাণ ছড়াও কেন নাকে?

অনুরাগের রঙিন পরাগগুলো
নিষিক্ত হোক তোমার পরশ পেয়ে
চুমুর তাপে তরল অণুর কণা
উত্তেজনায় নামুক শরীর বেয়ে
লাজের বসন উড়াও মেঘের মতো
শুনছো কি গো সোনার বরণ মেয়ে?

চাঁদ উঁকি দেয় মেঘের ফাঁকে দেখো
তোমার রূপে সে-ও লজ্জা পায়
বন্ধনে হোক বঞ্চনার বিষ ক্ষয়
চাই না জীবন কাটুক অস্থিরতায়
বাধার প্রাচীর গলুক মোমের মতো
চাতক ঠোঁটের চুমুর উষ্ণতায়।
২৯-০১-২০২৩