ট্রায়োলেট
চাষ করে যাই হৃদয় ভূমে বকুল বেলি জুঁই
আরো সাজাই মনের আকাশ রঙধনুর সাত রঙ্গে
নাশ করে এ বাগানখানি কী মজা পাস তুই?
চাষ করে যাই হৃদয় ভূমে বকুল বেলি জুঁই
কী আনন্দ ফুটিয়ে পাস এ হৃদয়ে সুঁই
অপরের সুখ সয় না কেন তোর ধুতুরা অঙ্গে?
চাষ করে যাই হৃদয় ভূমে বকুল বেলি জুঁই
আরো সাজাই মনের আকাশ রঙধনুর সাত রঙ্গে।
২৮-১২-২০২১