অবেলার ঝড়ে এ জীবন এলোমেলো
উড়ে গোলপাতা সুখে জোড়া দেয়া চাল
অসুখের শিলামেঘ ঝরে টুপটাপ
স্নাইপার স্যুুটে ভাঙে মনের দেয়াল।
বিষাদের নদীগুলো দিশাহীন ছুটে
ভাবনার বেলকনি ধরে অবিরত
লুট হয়ে যায় সব সুখ শিলালিপি
আছে সেই ভালোবাসা আজও অক্ষত।
ঠোঁট থেকে ঠোঁট শুষে অলীক উষ্ণতা
অভিমানী চোখ জুড়ে মেঘ ঘনোকালো
স্মৃতির সুইচে লাগে অগোচরে চাপ
শরীর শহরে জ্বলে লাল নীল আলো।
২৫-০৩-২০২৩