ছন্দনদী অষ্টপদী-এই ফরমেটটি আমার উদ্ভাবিত ছড়া/কবিতার নতুন কাঠামো। চতুর্দশপদীর অনুরূপ অষ্টপদী। যার পঙক্তি সংখ্যা আট এবং প্রতি পঙক্তিতে থাকবে আট অক্ষর। এভাবে আট অক্ষর এবং আট পঙক্তির পরম্পরার মাধ্যমে একাধিক অষ্টপদী দ্বারা দীর্ঘ একটি ভাবকেও প্রকাশ করা যাবে। নিরীক্ষাধর্মী এই কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি কবিতার রাসাস্বাদন থেকে কাব্যামুদি পাঠক বঞ্চিত হবেন না।

আপনাদের জন্য ধারাবাহিক এই আয়োজনে আজ ভিন্ন ভিন্ন শিরোনামে ২৮-৩৭ পোস্ট দিলাম।



অনন্ত লীলায়

২৮
বোধের উঠানে নাচে
প্রিয়তম জলপিপি
রোদগন্ধে ভুলে যাই
জীবনের কষ্টলিপি।

নরম পালকে তার
গেঁথে রাখে সুখচাবি
উমভরা ডানাকেই
আমি ভালোবাসা ভাবি!


২৯
মনের দেয়ালে রাখি
এঁকে নানা কারুকাজ
চুপে চুপে কথা বলে
স্মৃতিদের এ কোলাজ!

নিশুতি রাতেও যদি
চোখে চোখ রাখি তার
ভুলে যাই সমুখের
সমুদয় অন্ধকার!


৩০
শরীরে আগুন মেখে
দগ্ধ হতে হতে রোজ
আগুনের মতো লাল
পলাশের করি খোঁজ!

অনন্ত লীলায় নারী
আচানক জেগে ওঠে
চোখ মুখ বুক তার
পলাশের মতো ফোটে!
১৮-০৭-২০২০


প্রেয়সীর চারু বুক

৩১
লীলাময় ভালোবাসা
আজো যে আমাকে ডাকে
সব ফেলে পড়ে থাকি
ছন্দিত কবিতা বাঁকে!

প্রেয়সীর দেহ ভাঁজে
কবিতার লুকোচুরি
ভাবনার করিডোরে
চুপে দেয় সুরসুরি!

৩২
মনে হয় কবিতাই
প্রেয়সীর চারু বুক
ওতে দেখি ভালোবাসা
মায়াময়ী নীল চোখ!

উদ্বেলিত আবেগের
উচ্ছ্বসিত জোছনায়
কবিতারা নিশিরাতে
বুকে সুখে দোল খায়!
১৯-০৭-২০২০

জীবনের অলিগলি

৩৩
জীবনের অলিগলি
ভরে আছে ভুলভ্রান্তি
রন্ধ্রে রন্ধ্রে ঢালে বিষ
নেয় কেড়ে সুখশান্তি!

বালুচরে বাঁধি ঘর
দেখি কাশ থোকা থোকা
অতি বেশি বোকা ভেবে
সকলেই দেয় ধোকা!
২২-০৭-২০২০


কবি
৩৪
ভাবুকের তপোবনে
কবিতারা করে খেলা
কবি হওয়া নয়তো
সাধারণ ছেলেখেলা!

রক্তকে কালি করার
দুঃসাহস যার আছে
কবিতারা ধরা দেয়
কেবলই তার কাছে।


৩৫
যে দেখে নারীর চোখ
পাখির নীড়ের মতো
কবিতারা তার বুকে
ঢালে সুখ অবিরত!

মগজে ও চেতনায়
যে করে শব্দের চাষ
সে-ই কবি; কবিতারা
হয় তার সেবাদাস।
২২-০৭-২০২০


শেষ ছোঁয়া

৩৬
শ্রাবণের জলধারা
দেখে ভাব জাগে খুব
ম্রিয়মাণ হই পরে
দেখে তোমায় নিশ্চুপ!

ডাহুকের স্বরে ভরে
বিচলিত মনোভূমি
জানিবার জাগে সাধ
কী রকম আছ তুমি।


৩৭
কার সাথে কর ঘর
কোথা তুমি কর বাস
মনে করে তব নাম
প্রাণ করে হাসফাস!

যেখানেই থাক তুমি
ভালো থেকো করি দোয়া
যদি পারো দিয়ে যেও
জীবনের শেষ ছোঁয়া!
২২-০৭-২০২০