রাজার মেয়ের জামাই
বাজার গেলে
শেষ হয়ে যায় সারা মাসের কামাই!
রানির মেজাজ জানি
বছর জুড়ে তাইতো পরি
একটা মলিন জামা-ই।

সইতে হবে জানি
এ সংসারের ভার
হোক জীবনে যতই পেরেশানি
তবু হঠাৎ চমকে ওঠি ভয়ে
কখন চাপে বের হয়ে যায় জান-ই!
০৮-০২-২০২২