হাইপার টেনশন সিস্টোলিক রেট একশ চল্লিশ পার
হৃদয় এখন নষ্ট ঘড়ি, চায় না চলতে আর।

চুমুর শব্দে উষ্ণতা নেই তুলবে কাঁপন চিতে
কামনার জল বাষ্প এখন দীর্ঘ বিরতিতে।

রক্তে এখন গর্জায় না আর নীল সাগরের ঢেউ
ভুলেই গেছে কারো আমি ছিলাম আপন কেউ।

শরীরে নেই মাতাল গন্ধ, বেতাল হওয়ার মতো
কাছের মানুষ খামছে-খুঁটে সকল পুরান ক্ষত।

সব বিলিয়ে দেউলিয়া আজ কাছের মানুষ দূরে
মাতাল সুরের ফুঁ-এর বাঁশি বাজে করুণ সুরে।

জীবন থেকে চুরি গেছে, ভোরের স্নিগ্ধ রোদ
রাতের আঁধার ছড়ায় চোখে বেদনার বুদবুদ।

সন্ধি ছিলো সুখের সাথে, ব্যথার সাথে আড়ি
ব্যথাই এখন গড়ছে বুকে, চিরস্থায়ী বাড়ি।
২২-০৭-২০২২