যুবতি দুপুর দাবদাহে দেহ
ঘামেই সেরেছে স্নান
বৃক্ষ উজাড় বোঝার কেউ নেই
বৃষ্টির তাই খুব অভিমান।
বাতাসের সাথে মেঘেদের প্রেম
উত্তরে যায় উড়ে
ঘাসের বুকে জমেছে ধূসর শোক
কুসুমেরা কাঁদে পুড়ে।
সারাদিন কাঁদে তৃষিত চাতক
অসহ্য দহন চারিদিকে
মৃত্যুর কাফন পরায়েছে মানুষ
অসহায় ধরিত্রীকে।
উষ্ণায়নের অসুখে পৃথিবী
খু্ঁজছে সবুজ বন
দাও ফিরিয়ে অরণ্য এবার
ভাঙো ভাঙো বৃষ্টির অনশন।
৩০-০৫-২০২৩