আকাশ জুড়ে মেঘের মিনার পাখির কণ্ঠে গান
তাও ভাঙেনি বৃষ্টি মেয়ের নিরব অভিমান।
দহন সারা শহর জুড়ে পুড়ছে সবুজ গ্রামও
দোহাই লাগে বৃষ্টি মেয়ে এই উঠানে নামো।
জনজীবন খুব অসহায় ওষ্ঠাগত প্রাণ
বৃষ্টি মেয়ে শুনো আরো বৃক্ষের আহবান।
মানুষ না হয় পাপ করেছে, ফুল পাখিদের জন্য
নেমে করো শীতল ছোঁয়ায় প্রকৃতিকে ধন্য।
বহুদিনের অদর্শনে সূর্য আছে ক্ষেপে
গলবে মেজাজ সূ্য্যিমামার নামলে তুমি ঝেপে।
মাটির বুকে চির ধরেছে ফসল গেছে পুড়ে
বৃষ্টি মেয়ে অভিমানে আর থেকো না দূরে।
মিষ্টি মেয়ে বৃষ্টি তোমার ঘুঙুর বাজাও চালে
কাচা সোনার রঙ মেখে দাও অমলতাসের ডালে।
২১-০৪-২০২৩