অন্ধকারে এতো ভয় কেনো তোমার? জানো না-
রাত যতই গভীর হয়, ভোর ততই নিকটে আসে?
চারপাশের বিমুগ্ধ এই সবুজ তো রোদেরই দান;
মুঠোয় পুরে রেখো না রোদ্দুর। ফু দিয়ে
উড়িয়ে দাও বাতাসে, ফড়িংয়ের মতো। পৃথিবী সবুজ হোক।
রোদের অধর শুষে নিক জল। চূর্ণ হোক ভাঙনের-
চিহ্ন লিখে রাখা স্রোতের দম্ভ বাষ্পীয় বেদনায়।
অনুভূতি প্রকাশে অক্ষম পাথরের সাথে অভিমান করে -
লাভ নেই। তুমুল আঘাত করো। শিলা গলে পলিসর-
আস্তর মাটির বুকে আছড়ে পড়ুক বৃষ্টির বিনয়।
জলজ আকাশ হয়ে ওঠা চোখ হাসুক রোদের নম্রতায়।
২৮-০৬-২০২২