স্বার্থ যখন সাঁতার কাটে মনে
পৃথিবীতে কারোরই কেউ নয়
রপ্ত হয় না তপ্ত হাওয়ার দিন
ব্যথার স্রোতে ভাসালাম হৃদয়।
ঘুলঘুলির ওই চড়ুই পাখিটাও
রৌদ্রদীঘল দিনের গল্প জানে
খরায় পোড়া ধূসর ঘাসের মতো
একলা বাঁচার নেই তো কোনে মানে।
দুচোখ তবুও খোঁজে মেঘের ছায়া
জোছনাসঙ্গম শুভ্র জুঁইয়ের মতো
চোখের গ্রামে বৃষ্টি নিঝুম রাতে
ধুইয়ে দেবে ভেতরের সব ক্ষত।
বাষ্পায়িত দুঃখ জমে জমে
বৃষ্টি হলেই দহন কিছু থামে
পুড়ছে পুড়ুক জীবন জমিন তাও
নামুক বৃষ্টি নামুক চোখের গ্রামে।
০৪-০৬-২০২৩