ট্রায়োলেট

..................

বসন্ত বাতাস দিয়েছে দোলা
দখিন দুয়ার গিয়েছে খুলে
তার লাগি মন হয়েছে উতলা
বসন্ত বাতাস দিয়েছে দোলা
নাচেরে কামিনী নাচে বেণী খোলা
প্রকৃতি সেজেছে ফুলে ফুলে
বসন্ত বাতাস দিয়েছে দোলা
দখিন দুয়ার গিয়েছে খুলে।
১৫-০২-২০২২