হৃদয় উদ্যান হতে তোমায় দিলাম
গোলাপ রঙের একগুচ্ছ ভালোবাসা
কমল কপোল হতে কুড়িয়ে নিলাম
একমুঠু বসন্ত আবীর- জলধির মতো
মায়াক্ষীর গভীরে তলিয়ে যেতে যেতে
দেখলাম, আমাদের প্রেমের পরাগ
ভ্রমরের পাখায় নিয়েছে মেখে
আর ফুলেদের কানে কানে বলে যাচ্ছে
“জাগো হে ধরিত্রী দুলালীরা নন্দন কাননে,
মেলো চোখ- চারুচন্দন বসন্ত এসে গেছে;
ফাগুনের আগুন রাঙা পলাশ ডালে
ঝুলিয়ে দিয়েছে বসন্তের বিজ্ঞাপন”।
১৪-০২-২০২২