মন আকাশে মেঘ জমেছে বর্ষামতি চোখ
মেঘের চূড়ায় কষ্ট আঁকে অতি আপন লোক
কোথায় ক্ষত কোথায় ব্যথা রাখলো না সে খোঁজ
তাও কামনা সে-ই আমার হৃদয়খানি ছুঁক।

আমার বাঁচার স্বপ্নগুলো তাকেই ঘিরে আঁকি
সুখ দহনের অগ্নিকেতু হাসির বাষ্পে ঢাকি
মন কেমনের বেলকনিতে জ্বালাই আশার আলো
রাতের মতো প্রাতের সূর্য বুকের ভেতর রাখি।

নিশির শিশির ওষ্ঠে মেখে তৃষ্ণা তাড়াই দূরে
চাতক হৃদয় কেঁদে ওঠে ক্লিষ্ট করুণ সুরে
বর্ষামতি চোখের ভেতর ব্যথার দীর্ঘ  নদী
যাক বয়ে যাক তবুও সে থাকুক অন্তঃপুরে
২১-০৯-২০২২