ভাষার জন্য লড়াই করে
দিলো যারা প্রাণ
ভুলি নাই, ভুলবো না
তাদের অবদান।
বাংলা আমার মায়ের ভাষা
দৃপ্ত অহংকার
ভাষাদিবস শিরায় তোলে
চেতনার ঝংকার।
এই ভাষাতেই পদ্য লিখি
গাই জীবনের গান
লাগলে জীবন দিয়ে দিবো
রাখবো ভাষার মান।
রক্তপণে কেনা ভাষা
কারো কোনো দানে নয়
শুদ্ধ বাংলা চর্চাতে হোক
বর্ণমালার জয়।
২১ ফেব্রুয়ারি ২০২৩