ট্রায়োলেট
ফুলের মুকুট মাথায় দিয়ে মেলায় যাচ্ছে খুকি
বর্ণমালার অহংকারে হৃদয়টা তার নাচে
মনবাড়িতে হাজার রঙের স্বপ্ন উঁকিঝুঁকি
ফুলের মুকুট মাথায় দিয়ে মেলায় যাচ্ছে খুকি
নাম খোঁজে কে ভাষার জন্য নিয়েছিলো ঝুঁকি
অতীত দিনের মোতি খোঁজে নতুন বইয়ের কাছে
ফুলের মুকুট মাথায় দিয়ে মেলায় যাচ্ছে খুকি
বর্ণমালার অহংকারে হৃদয়টা তার নাচে।
২৬-০২-২০২২