(৮/৮/১০ মাত্রার আবর্তনে রচিত)
মায়ের ভাষার মান বাঁচাতে
রয়নি যারা চুপ খাঁচাতে
ওঠেছিলো ডেকে সমস্বরে
বায়ান্ন আর একাত্তরের
জীবন মরণ লড়াই করে
আনলো তারা স্বাধীনতা ঘরে।
পার হয়ে এক রক্ত নদী
আগুন চোখের ভয় উদধি
গর্জেছিলো বাংলা মায়ের ছেলে
স্বপ্ন তাদের করলো পূরণ
রক্তে মুক্তির সেই বিস্ফোরণ
যায়নি রোখা অসংখ্য লাশ ফেলে।
দেশের কথা ভাবে যারা
ভয় করে না লৌহ কারা
অকাতরে জীবন দিতে জানে
তাদের জাতি স্মরণ করে
পুষ্প ডালায় বরণ করে
রক্তে ভেজা বর্ণমালার গানে।
ভাষা এবং স্বাধীনতা
মনের সুখে বলতে কথা
আজ পেয়েছি যাদের অবদানে
শ্রদ্ধা তাদের, নোয়াই মাথা
রক্ষিত হোক অমরতা
বাঙালিদের হৃদয়ের উদ্যানে।
পদ্মা মেঘনা যমুনার জল
বইবে যদ্দিন করে কলকল
নেচে নেচে অথই সাগর পানে
ঘটবে না যে স্মরণ চ্যুতি
তদ্দিন গাইবো তাদের স্তুতি
রক্তে ভেজা বর্ণমালার গানে।
০৬-০২-২০২১