শিরে প্রসূন সজ্জিত পুরোহিত
চোখের কোটরে -
চোরকাঁটার মানুষী ছায়া
শরীরে মানবতার নামাবলী আচ্ছাদন
ভেতরে ভেতরে চারপায়া।
০৭-০২-২০২২