স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার
স্বাধীনতা মানুষের আত্মিক মুক্তির নাম
স্বাধীনতা চেয়ে কালেকালে মানুষই
করেছে সংগ্রাম।
পাখিদের নেই আন্দোলন কোনো
পাখিদের কেউ পাঠায় না জেলে
তাই তো পাখিরা বন ও ভুবনে অকপটে
সত্য বলে ফেলে।
মানুষের মনে ক্লেদ ও কালিমা
ভাঙনের তৃষ্ণা আশাতীত
মানুষই ভুলে যায় মা ও মাটির কথা
ভাগ ও ভোগের মোহে ভুলে যায়
কী ছিলো অতীত।
স্বপ্নবাজ কিছু মানুষ তবুও পাখিদের মতো
বারুদের স্তুপে ডানা ঝাপটায়
বনে ও অরণ্যে অমিত সাহসে কথা বলে
আপন ভাষায়।
অমৃতসম মৃত্যুর পেয়ালায় আয়েশি চুমুকে ওরা হয়
আবেশবিভোর
ওদের কথাই ডেকে বলে যায় একুশের রক্তলাল ভোর।
পাখি হতে চাওয়া সাহসী কতগুলো প্রাণ
রেখে গেছে রক্তাক্ত বর্ণমালার অমর আখ্যান।
২৮-০২-২০২৩